[pj-news-ticker]

Chikitsa Foundation

মানুষ এবং মানবতার জন্য

হোম

Mr.Shahid Mallick , Adviser

Assistant Professor (Anthropology),Gono University. Currently engaged in water conservation research in coastal areas of Bangladesh on “Culture, Climate Change and Water Conservation Local and People’s Knowledge” at Eastern Finland University, Finland.

হোম

Mr. Arup Das, Adviser

Advocate
Judge Court, Dhaka

হোম

Dr. Uzzal Chondra

Medical Microbiologist
Researcher(Marine resource)

Former Chairman Chikitsha Foundation Bangladesh (CF-BD)

হোম

আমাদের মিশনঃ   

আমরা চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ আশা করি শুধু শহর নয় গ্রামেও স্বাস্থ্য সেবা প্রদানে প্রধান ভূমিকা পালন করবে স্বাস্থ্য ও চিকিৎসার বিভিন্ন শাখার স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিগন। আপনারা জানেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষই গ্রামে বাস করেন এবং গ্রামীণ স্বাস্থ্য সেবা এখনও সম্পূর্ণ নয় সেহেতু অতি স্বল্পমূল্যে উন্নত মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করা, সঠিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা সহ স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক শিক্ষা প্রদান করা চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান লক্ষ্য। এছাড়াও যুব উন্নয়ন, ভেটেরিনারি সাহায্য, শিক্ষা সহায়তা, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য সরবরাহ করার মতো কাজও চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ করে থাকে।

আমাদের ভিশনঃ
১.দেশের প্রতিটা মানুষের জন্য সঠিক চিকিৎসা সেবা ও গুনগত মান সম্পূর্ণ ওষুধ নিশ্চিত করা।
২. দেশের প্রতিটা মানুষের স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
৩.দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের হাতে ভেটেনারি চিকিৎসা সাহায্য পৌঁছে দেয়া ও মানসম্মত ওষুধ ও চিকিৎসা নিশ্চিত করা।
৪. যুবকদের আত্মউন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ শেষে শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা।
৫. মাত্র ৫ টাকায় দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পাঠদান করানো। এবং শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রান্তিক পর্যায়ের মানুষদেরও শিক্ষার আওতাধীন করা ও পাঠদান করানো। 
৬. শ্রমিক, দিনমজুর ও সাধারণ মানুষের জন্য মানসম্মত ও পুষ্টিকর দুপুরের খাদ্য সরবরাহ করা।
৭. আপদকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকা ও প্রযোজনীয় সেবা নিশ্চিত করা।
৮। দরিদ্র ও অসহায় মানুষের যদি দেশের বাইরে অতি জরুরি ও অতি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রাপ্তির ব্যবস্থা করা। 
৯। প্রতিবন্ধী, নির্যাতিত,অবহেলিত ও লিঙ্গ বৈষম্যর স্বীকার হওয়া মানুষের সর্বান্তক সহযোগিতা করা। 
১০। যেকোনো দূর্ঘটনায় ফাস্ট এইড প্রদান করা এবং সেই লক্ষ্যে ফাস্ট এইড এক্সপার্ট হিসাবে গড়ে তুলতে দেশের শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

চিকিৎসা ফাউন্ডেশন এর

প্রকল্প পরিচালক

হোম

Dr.Pabittra Kumar Shill

(CEO) Chikitsa Foundation Bangladesh
Medication Specialist.
Pharm.D(JNTUA, India)
PGD in Nutrition(London)
PGD in clinical psychology(India)
Certified in emergency medicine, Natural medicine and Functional medicine

হোম

Mr.Sajal Shingha

BA (Honours),Bengali.(GB)
MA, Bengali
(Chairman) Chikitsha Foundation  Bangladesh

Md. Mehedi Hasan

B.Sc. in Computer Science and Engineering
Head of Information and communication Department – Chikitsha Foundation  Bangladesh