স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সচেতনতা

বাংলাদেশে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাত সাধারণত দুটি উপশাখায় বিভক্ত জনস্বাস্থ্য এবং চিকিৎসা শিক্ষা। সুস্বাস্থ্য মানুষের অন্যতম প্রধান চাহিদা এবং স্বাস্থ্যসেবার সুযোগ লাভ সবার মৌলিক অধিকার। সাম্প্রতিককালে স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে বাংলাদেশ উলে­খযোগ্য সাফল্য অর্জন করলেও ‘সবার জন্য স্বাস্থ্য’ এ লক্ষ্যে এখনও পৌঁছানো সম্ভব হয় নি। তবে মানুষের মধ্যে ক্রমবর্ধমান স্বাস্থ্যসচেতনার কারণে স্বাস্থ্যসংশি­ষ্ট শাখাগুলিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় চিকিৎসা ফাউন্ডেশন কতৃক পরিচালিত হচ্ছে কিছু অফলাইন ও অনলাইন ভিত্তিক কোর্স যা একজন ব্যাক্তিকে আরও স্বাস্থ্য বিষয়ে সচেতন করে গড়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি।
স্বাস্থ্যখাতে উন্নতি করতে হলে অবশ্যই তৃনমূলের মানুষ কে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে হবে। সেইজন্য আমাদের ফাউন্ডেশন থেকে নিম্নোক্ত কার্যক্রম গুলো শুরু করা হয়েছে এবং আরও কিছু কাজ অপেক্ষমাণ আছে।১. ২৪ ঘন্টা ফ্রী অনলাইন স্বাস্থ্যসেবা। আমাদের ওয়েব সাইটে, ফেসবুক পেইজে বা নাম্বারে যোগাযোগ করার দ্রুত সময়ের মাঝে আমরা সাড়াদান করে থাকি এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করে থাকি।

২. রোগ-ব্যাধি বিষয় বিভিন্ন অনলাইন ভিত্তিক কোর্স যেমন, Self Health Awareness Training( SHAT) কোর্স এবং মনোরোগ ও সচেতনতা বিষয় মাসব্যাপী ফ্রী কোর্স গুলো পরিচালনা করা হচ্ছে।

৩. প্রতি বছর হাজার হাজার মানুষ বিষক্রিয়াতে মারা যান আমাদের দেশে, এই বিষয়টি প্রতিহত করার জন্য আমরা শুরু করেছি, Management and Control of Personal Poisoning(MCPP) কোর্স।
যেখানে এক মাস ব্যাপী তৃনমুলের মানুষের মাঝে বিষক্রিয়া ও এর প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা দেওয়া হয়।

৪. ওষুধ ব্যতীত ব্যাথা নিয়ন্ত্রণ
এই সেবাটি দিয়ে থাকেন আমাদের ফিজিওথেরাপি সেল, তারা অনলাইনে ও অফলাইনে বিনামূল্যে মানুষের মাঝে বিভিন্ন ধরনের ব্যাথা নিয়ন্ত্রণের ব্যায়াম ও কৌশল শেখান এবং ওষুধের ব্যবহার কমাতে সহায়তা করেন।

৪. পুষ্টি শিক্ষা


আমাদের ওয়েব সাইটে এবং ফেসবুক, ইন্সট্রাগ্রাম, ইউটিউবে প্রতিনিয়ত খাদ্য,পুষ্টি, ও সচেতনতা মূলক বিভিন্ন লেখা ও লিফলেট প্রকাশ করা হচ্ছে এবং মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

৫.ফার্মেসি শিক্ষা
প্রাথমিক ভাবে মানুষের মাঝে ওষুধের সঠিক ব্যবহার, এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার, সঠিক ভাবে ওষুধ সেবন করার নিয়ম সহ ওষুধে-ওষুধে বিক্রিয়া, ওষুধের সাথে খাদ্যের বিক্রিয়া, ইত্যাদি বিষয়ে সচেতন তৈরির কাজ চলছে।